ভিডিও

কাহালুর এক লাচ্ছা সেমাই কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট: মার্চ ৩১, ২০২৪, ০৯:২১ রাত
আমাদেরকে ফলো করুন

কাহাল (বগুড়া) প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অভিযোগে বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদর ইউনিয়নের শেকাহার বাস স্ট্যান্ড এলাকায় ভাইভাই লাচ্ছা সেমাই কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৩১ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কাজীপাড়া ও শেকাহার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করার সময় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ।

উল্লেখ্য যে আজ রোববার (৩১ মার্চ) দৈনিক করতোয়া পত্রিকায় বগুড়া’র কাহালুতে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS